নারায়ণগঞ্জে আ. লীগ সমর্থকদের ভোটকেন্দ্র দখলের চেষ্টা, আটক ২
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর দুই সমর্থককে আটক করা হয়েছে।
পুলিশের বরাতে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, গতকাল দিবাগত রাত একটার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ওমর বাবু ওরফে বাবুল হোসেনের সমর্থকরা সাদিপুর ইউনিয়নের বোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দখল নেওয়ার চেষ্টা করে।
নারায়ণগঞ্জ বিশেষ শাখা পুলিশের পরিদর্শক সাজ্জাদ রোমান জানান, এসময় তারা সেখানে ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়।
আটককৃতরা হলেন- কাঁচপুর ইউনিয়নের সুমন (২১) এবং খোকন (২০)।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ১০৭টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ (৩১ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
Comments