বাসচাপায় পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ
রাজধানীতে বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
আজ (৩১ মার্চ) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে গ্রিন লাইন কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করে রাসেলকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
রাসেলের আইনজীবী খন্দকার শামছুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, “সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে এখন গ্রিন লাইন পরিবহনকে অবশ্যই রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে হবে।”
এর আগে, গত ১২ মার্চ রাসেল সরকারের চিকিৎসার জন্য দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা দিতে গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
উল্লেখ্য, গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি।
রাসেলের পা হারানোর পর গত বছরের ১৪ মে ক্ষতিপূরণ চেয়ে সংরক্ষিত মহিলা আসনের সরকারদলীয় সাবেক সাংসদ আইনজীবী উম্মে কুলসুম হাইকোর্টে রিট করেন।
Comments