নেপালে ঝড়ে অন্তত ২৫ জনের মৃত্যু, আহত কয়েকশ’

নেপালের দক্ষিণাঞ্চলে ঝড়ে অন্তত ২৫ জনের মৃত্যু ও কয়েকশ লোক আহত হয়েছে। এতে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, গাছপালা ও বৈদ্যুতিক তারের খুঁটি উপড়ে গেছে।
nepal map
নেপালের মানচিত্র: ছবি: সংগৃহীত

নেপালের দক্ষিণাঞ্চলে ঝড়ে অন্তত ২৫ জনের মৃত্যু ও কয়েকশ লোক আহত হয়েছে। এতে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, গাছপালা ও বৈদ্যুতিক তারের খুঁটি উপড়ে গেছে।

আজ (১ এপ্রিল) দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

বারা পুলিশের প্রধান সানু রাম ভাট্টারাই জানান, রোববার রাতে (৩১ মার্চ) বারা জেলা ও এর আশপাশের এলাকায় বজ্রপাতসহ প্রচণ্ড শক্তিশালী ঝড় আঘাত হানে।

তিনি আরও বলেন, “ঝড়ের আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু ও আরও অনেক লোক আহত হয়েছেন। দুর্যোগ কবলিত এলাকায় তল্লাশি ও উদ্ধার কর্মীদের মোতায়েন করা হয়েছে।”

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ঝড়ে ২৫ জনের মৃত্যু ও প্রায় ৪শ’ লোকের আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Comments

The Daily Star  | English

Further uncertainty over Rooppur plant launch

The construction work for the transmission line through the Padma and Jamuna rivers for the Rooppur nuclear power plant has come to a grinding halt with the ouster of the Awami League government as the Indian contractor has left the site.

7h ago