অনন্য রেকর্ড গড়লেন বেনজেমা
শুরুতে পিছিয়ে পরার পর দুই দুটি গোল করিয়ে দলকে এগিয়ে নেন করিম বেনজেমা। কিন্তু এরপর গোল দিয়ে সমতায় ফেরে নবাগত হুয়েস্কা। পয়েন্ট খোয়ানোর শঙ্কায় তখন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তখনই দারুণ এক গোল করে দলকে নাটকীয় জয় এনে দেন বেনজেমা। আর তাতে অনন্য এক রেকর্ডও গড়লেন তিনি। লালিগায় ৩৪টি প্রতিপক্ষের বিপক্ষে খেলে সব দলের বিপক্ষেই গোল করার দারুণ কীর্তি গড়লেন এ ফরাসী।
হুয়েস্কার বিপক্ষে আগের দিন ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পায় রিয়াল। তাতে সম্মান রক্ষা হয় জিনেদিন জিদানের। কোচ হিসেবে দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার পর নিজের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খাওয়ার শঙ্কা দূর হলো ওই বেনজেমার কল্যাণেই।
রিয়ালের সাবেক মেক্সিকান তারকা হুগো সানচেজ লালিগায় ৩৩টি প্রতিপক্ষের বিপক্ষে খেলে সব দলের বিপক্ষে গোল রেকর্ডটি দখল করে ছিলেন। চলতি মৌসুমে তাকে পেছনে ফেলে দিলেন বেনজেমা। হুয়েস্কার বিপক্ষে প্রথম লেগে খেলে গোল করতে পারেননি তিনি। সে ম্যাচে গ্যারেথ বেলের একমাত্র গোল জয় পেয়েছিল রিয়াল। এদিন ম্যাচের ৮৭ মিনিটে গোল করে সানচেজকে পেছনে ফেলেন বেনজেমা।
আরেক রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেজ অবশ্য বেনজেমার চেয়েও বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল দিয়েছেন। ৩৫ প্রতিপক্ষের বিপক্ষে গোল পেয়েছেন এ কিংবদন্তি। কিন্তু তিনি খেলেছেন ৩৯টি প্রতিপক্ষের বিপক্ষে। রিয়ালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো অবশ্য এ অনন্য রেকর্ডের খুব কাছে গিয়েছিলেন। ৩৩ প্রতিপক্ষের সঙ্গে খেলে ৩২টি দলের বিপক্ষে গোল করতে পেরেছেন তিনি। লেগানেসের বিপক্ষেই কেবল গোল দেওয়া হয়নি তার। লালিগা ছেড়ে ইতালিয়ান সিরিএ'তে নাম লেখানোয় অনন্য এ রেকর্ড গড়া হচ্ছে না তার।
তবে লালিগায় সবচেয়ে বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল দেওয়ার রেকর্ডটি বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির। ৪০টি প্রতিপক্ষের সঙ্গে খেলে গোল দিতে পেরেছেন ৩৭টি দলের বিপক্ষে। কাদিজ, রিয়াল মুর্সিয়া ও হুয়েস্কার বিপক্ষে গোল করতে পারেননি মেসি। রেকর্ডটা বড় করার সুযোগ পাচ্ছেন তিনি। হুয়েস্কার মাঠে আগামী ১৩ মার্চ নামবে বার্সা। আর মুর্সিয়া বর্তমানে স্পেনের তৃতীয় বিভাগ লিগে খেলে। আর কাদিজ খেলছে দ্বিতীয় বিভাগ লিগে। তাই দলদুটি লালিগায় উন্নতি না করতে পারলে সব দলের বিপক্ষে গোল অনন্য রেকর্ড অধরাই থেকে যাবে মেসির।
Comments