মেসির পিছু ছাড়ছেন না এমবাপে

ছবি: এএফপি

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গোল যেমন করছেন। করাচ্ছেনও। ইউরোপের শীর্ষ লিগে এখন পর্যন্ত তিনিই বর্তমানে সর্বোচ্চ গোলদাতা। তবে দারুণ ছন্দে আছেন প্যারিস সেইন্ত জার্মেইর (পিএসজি) ফরাসী তারকা কিলিয়েন এমবাপেও। প্রায় নিয়মিত গোল পাচ্ছেন তিনিও। ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন হালের অন্যতম সেরা এ তরুণ।

শনিবার এস্পানিওলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। তার জোড়া গোলেই ২-০ গোলের জয় পায় বার্সেলোনা। আর পরদিন পিএসজিকে জয় এনে দিয়েছেন এমবাপে। তার একমাত্র গোলেই তুলুজকে ১-০ গোলে হারিয়েছে ফরাসী চ্যাম্পিয়নরা। মেসির মতো ধারাবাহিক গতিতেই গোল পাচ্ছেন এ তরুণ।

লালিগায় এখন পর্যন্ত ৩১টি গোল করেছেন মেসি। পয়েন্ট ৬২। ২২৪৭ মিনিট খেলে গড়ে প্রতি ৭২ মিনিটে একটি গোল দিয়েছেন এ তারকা। এছাড়াও সর্বোচ্চ ১২টি এসিস্টও তার। আর লিগে তার দল এখন পর্যন্ত খেলেছে ২৯টি ম্যাচ। বাকী রয়েছে আরও ৯টি। ইনজুরিতে না পারলে মেসির ছন্দ ও ধারাবাহিকতা অনুযায়ী গোল সংখ্যা আরও বাড়িয়ে নেবেন তা নিঃসন্দেহেই বলা যায়।

অপর দিকে এমবাপের গোল সংখ্যা ২৭টি। পয়েন্ট ৫৪। ১৯৫২ মিনিট মাঠে থেকে মেসির মতোই প্রতি ৭২ মিনিটে একটি গোল দিয়েছেন এ তরুণ। বার্সেলোনার সমান সংখ্যক ম্যাচ বাকী রয়েছে পিএসজিরও। তাই আশা করা যায় গোল সংখ্যা বাড়বে তারও। এছাড়া ইউরোপের গোল্ডেন বুটের দৌড়ে আছেন ইতালিয়ান ক্লাব সাম্পদরিয়ার ফ্যাবিও কুয়াগ্লিয়ারেল্লার ২১ গোল। কিন্তু প্রতিযোগিতা থেকে অনেক পিছিয়েই তিনি। তাই মেসিকে ছোঁয়ার দৌড়ে আছেন এমবাপেই।

তবে এক দিকে এগিয়ে আছেন এমবাপে। সেরা তারকা নেইমার ইনজুরিতে থাকায় বাড়তি দায়িত্ব কাঁধে নেওয়া এ তারকা খেলতে পারবেন বাকী সব ম্যাচই। যদি না কোন ইনজুরিতে পড়েন। কারণ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে পিএসজি। তাই মূল মনোযোগ লিগেই। অন্যদিকে মেসিকে লিগের পাশাপাশি ভাবতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও। তাই সামনে হয়তো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বিশ্রামে থাকতে পারেন পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকা। তাই ইউরোপিয়ান গোল্ডেন বুট লড়াই বেশ জমে উঠেছে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago