‘জান্নাত’ রয়েছে ইউটিউবে

এটিএন বাংলায় ১০০ পর্ব পেরিয়েছে তুর্কি ধারাবাহিক ‘জান্নাত’। জনপ্রিয় এই ডেইলি সোপটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় প্রচারিত হচ্ছে। পাশাপাশি এবার বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এই ধারাবাহিকটি।
jannat
‘জান্নাত’ ধারাবাহিকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এটিএন বাংলায় ১০০ পর্ব পেরিয়েছে তুর্কি ধারাবাহিক ‘জান্নাত’। জনপ্রিয় এই ডেইলি সোপটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় প্রচারিত হচ্ছে। পাশাপাশি এবার বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এই ধারাবাহিকটি।

বঙ্গবিডির পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “গত সপ্তাহ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ‘জান্নাত’ পাওয়া যাচ্ছে। দর্শক চাইলে সেখান থেকে ধারাবাহিকটি দেখতে পারবেন। এটি আমাদের মতোই মুসলিম প্রধান দেশ তুরস্কের ডেইলি সোপ। দর্শকপ্রিয়তার কারণেই বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে এর প্রচার শুরু করেছি।”

তবে তুর্কি ডেইলি সোপটি নির্মাণ করা হয়েছে তুমুল জনপ্রিয় কোরিয়ান ডেইলি সোপ ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনি অবলম্বনে। কোরিয়ান ডেইলি সোপটি পরিচালনা করেছেন য়ু জি-ওয়োন এবং কাহিনি রচনা করেছেন কিম ইয়োন-শিন।

Comments