আয়াক্সের বিপক্ষে ফিরতে পারবেন রোনালদো?
প্রায় আট মাস পর জাতীয় দলে ফিরেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু খেলতে পারেননি আশানুরূপভাবে। উল্টো ইনজুরিতে পরে ছিটকে গেছেন তিনি। তাতে বড় দুশ্চিন্তায় পড়েছে তার ক্লাব জুভেন্টাস। কারণ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আয়াক্সের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। যদিও সে ম্যাচে খেলার জন্য ফিট হতে চেষ্টার কোন ত্রুটি করছেন না পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচের আধা ঘণ্টাও খেলতে পারেননি রোনালদো। ইনজুরিতে পরে মাঠ ছাড়েন। ছিটকে যান কমপক্ষে দুই সপ্তাহের জন্য। তবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এ পর্তুগিজ। আয়াক্সের বিপক্ষে প্রথম লেগেই ফেরার চেষ্টা করে যাচ্ছেন বলেই জানালেন জুভেন্টাস কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি, ‘ক্রিস্তিয়ানো ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা আশা করছি তাকে আয়াক্সের বিপক্ষে পাবো। তবে এটা বেশ কঠিন।’
তবে রোনালদোর ইনজুরির বেশ উন্নতি হয়েছে বলেই জানিয়েছেন আলেগ্রি, ‘আজকের পরীক্ষার ফল বেশ ভালো। পায়ের অবস্থাও আগের চেয়ে ভালো মনে হচ্ছে। এখনো নয় দিন বাকি আছে। সবকিছু বিবেচনা করে দেখার জন্য সময় আছে। এই মুহূর্তে যা করার তাই সে করে যাচ্ছে। এটা স্বাভাবিক যে এসব ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং সব দিক ভালোভাবে বিবেচনা করতে হবে।’
ইনজুরিতে যে শুধু রোনালদোই পড়েছেন এমনটা নয়, তালিকা বেশ লম্বা। ডগলাস কস্তা, মারিও মানজুকিচ, পাওলো দিবালা, সামি খেদিরা, হুয়ান কুয়াদ্রাদো মতো খেলোয়াড়ও ইনজুরিতে আছেন। তবে আয়াক্স ম্যাচেই সবাই ফিরবেন বলে আশাবাদী আলেগ্রি, ‘ডগলাস কস্তার ভালো অবস্থায় আছে। ম্যাচে তাকে পাওয়া যাবে। সামি খেদিরা গতকাল অনুশীলন করেছে। এসি মিলানের বিপক্ষেই খেলতে পারে। কুয়াদ্রাদোর অবস্থাও ভালো। দলের সঙ্গে ফেরাটা এখন সময়ের ব্যাপার। পাওলো দিবালার অবস্থা আজকে দেখব। মানজুকিচের জ্বর হয়েছে, তাই বিবেচনা করে দেখতে হবে।’
Comments