‘শনিবার বিকেল’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এবং জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত ‘শনিবার বিকেল’ ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।
Saturday Afternoon
‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের পোস্টার। ছবি: সংগৃহীত

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এবং জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত ‘শনিবার বিকেল’ ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এপ্রিলের ১৮ তারিখ শুরু হয়ে চলবে ২৫ তারিখ পর্যন্ত। এবারের উৎসবে জুরি প্রধান হয়েছেন কোরিয়ার প্রখ্যাত চলচ্চিত্রকার কিম কি দুক।

‘শনিবার বিকেল’ সিনেমাটিতে কাজ করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি এবং আরও অনেকে।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাকিস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। তিনি ২০১৩ সালে ‘হারমনি লেসন’ সিনেমাটির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জিতেছিলেন।

‘শনিবার বিকেল’ একটি সিঙ্গেল শট সিনেমা। এর কারিগরি বিভাগে কাজ করেছেন চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভের নেতৃত্বে রাশিয়া থেকে আসা একটি সুদক্ষ দল।

Comments

The Daily Star  | English

Keep up your efforts to build a ‘dignified, unique’ Bangladesh: Yunus urges students

Chief Adviser Professor Muhammad Yunus today urged students to keep up their efforts to build Bangladesh as a "dignified and unique" country

6m ago