‘ক্যাবল অপারেটররা অন্যায় চাপ সৃষ্টির জন্য চ্যানেলই বন্ধ করে দিচ্ছে’
বাংলাদেশে ডাউন লিংক করে দেখানো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের কারণে পরিবেশক সংস্থা নেশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। গতকাল তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এই নোটিশ জারি করা হয়।
এদিকে, ওই নোটিশ জারির পর আজ (২ এপ্রিল) থেকে বাংলাদেশের সর্বত্র জি বাংলা, জি সিনেমা ও জি টিভিসহ ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেল সম্প্রচার বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, “তথ্য মন্ত্রণালয় চ্যানেল বন্ধের কোনো নোটিশ দেয়নি। তথ্য মন্ত্রণালয় নেশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেড, এই দুটি পরিবেশক সংস্থাকে বলেছে যে বিদেশি চ্যানেলগুলোতে যেনো বাংলাদেশিসহ অন্য কোনো দেশের বিজ্ঞাপন দেখা না যায়।”
তিনি বলেন, “বহুদিন থেকেই আমরা একটি ক্রাইসিসের মধ্যে পড়েছি। আমাদের দেশি বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে বিশেষ করে ভারতীয় চ্যানেলে চলে যাচ্ছিলো। আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যে, এটি ২০০৬ সালের ক্যাবল অপারেটর আইন ও বিটিআরসি যে শর্তের ভিত্তিতে আমাদের চ্যানেলগুলোকে লাইসেন্স প্রদান করে, তার পরিপন্থী।”
“তবে, ক্যাবল অপারেটরারা অন্যায় চাপ সৃষ্টির জন্য চ্যালেনই বন্ধ করে দিচ্ছে। আমরা কিন্তু চ্যানেল বন্ধ করতে বলিনি। এখানে একটি মধ্যস্বত্বভোগী চক্র বাংলাদেশের বিজ্ঞাপন বাইরে পাচার করছে। এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন,” মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে ডাউন লিংক করে দেখানো যেকোনো বিদেশি চ্যানেলের বিরুদ্ধেই সরকার ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, “নেশনওয়াইড কমিউনিকেশন, নেশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডসহ আরও যেসব পরিবেশক সংস্থা রয়েছে, তাদের সবার কাছেই এ ধরনের সরকারি নির্দেশনা যাবে।”
উল্লেখ্য, গত ৩০ মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, ডাউন লিংক করে দেখানো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। আগামী ১ এপ্রিল থেকে কেউ যদি তা করে, তাহলে আইন প্রয়োগ করা হবে।
Comments