ফার্মগেটে হোটেলে তরুণ-তরুণীর লাশ
ঢাকার ফার্মগেটে একটি আবাসিক হোটেলে আজ সোমবার বিকেলে দুই তরুণ-তরুণীর লাশ পাওয়া গেছে।
নিহতদের মধ্যে আমিনুল ইসলাম সজল (২১) তেজগাঁও কলেজের ও মরিয়ম আক্তার জেরিন (২০) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক মোজাফফর তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বিকেলে সম্রাট হোটেলের অষ্টম তলায় কক্ষের ভেতরে তাদের লাশ পাওয়া যায়।
তেজগাঁও থানার ওসি বলেন, গতকাল সোমবার এই দুজন হোটেলে ওঠেন। আজ দুপুর পর্যন্ত তাদের সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। দরজা ভেঙে বিছানা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ।
হোটেলের কর্মচারী রুস্তম আলী দ্য ডেইলি স্টারকে বলেন, হোটেলে ওঠার সময় তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। তারা কবে হোটেল ছাড়বেন জানার জন্য দরজায় কড়া নাড়লে ঘটনাটি সামনে আসে।
কয়েকজন কর্মচারী অভিযোগ করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের তিন জনকে পুলিশ আটক করে নিয়ে গেছে।
Comments