‘ছাত্রলীগের’ হাতে অবরুদ্ধ ভিপি নুর, প্রাধ্যক্ষের হস্তক্ষেপে উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে ছাত্রলীগের নেতাকর্মীরা অবরুদ্ধ করে রেখেছিল বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী ফরিদ হাসানকে পেটানোর প্রতিবাদ জানাতে হলে যাওয়ার পর তাদের অবরুদ্ধ করা হয়।
দ্য ডেইলি স্টারের ঢাবি প্রতিনিধি জানান, অবরুদ্ধ করার খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে এসএম হলের প্রাধ্যক্ষ মাহবুবুল আলম জোয়ার্দার নুরুলদেরকে উদ্ধার করেন।
হল থেকে বেরিয়ে আসার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা নুর ও তার সঙ্গে থাকা অন্যান্য ছাত্রনেতাদের ওপর ডিম ছুঁড়ে মারে।
গত রাতে হামলার শিকার ফরিদ হাসান হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ ছিল, চাপ সৃষ্টি করে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য করে সেসময় হল থেকে বিতাড়িত করা হয়। সেই ঘটনার সূত্র ধরে গতরাতে এসএম হল সংসদের জিএস জুলিয়াস সিজার ও হল শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে তাকে আবারও মারধর করে রক্তাক্ত করা হয় বলে অভিযোগ ওঠে।
ফরিদকে দেখতে আজ বিকেল ৫টার দিকে নুর, আক্তার হোসেনসহ তাদের বেশ কয়েকজন এসএম হলে গিয়েছিলেন। এর পরই তাদের একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। নুর অবরুদ্ধ থাকার সময় হল গেটের বাইরে শামসুন্নাহার হল সংসদের ভিপি (স্বতন্ত্র) শেখ তাসনিম আফরোজ ইমিসহ অন্যান্যদের ওপর ডিম ছুড়ে হেনস্তা করা হয়।
Comments