ডিইপিজেডে শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত
শ্রমিকদের অসন্তোষের ফলে আজ (৩ এপ্রিল) নতুন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
আমাদের সংবাদ জানান, তালিসমান লিমিটেডের প্রায় ২ হাজার শ্রমিক আজ কারখানা বন্ধের নোটিশ পেয়ে আন্দোলন শুরু করে।
ডিইপিজেড-এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, “শ্রমিকরা সেখানে গত দুদিন থেকে আন্দোলন করছেন। তাদের দাবিগুলো অযৌক্তিক। ফলে, কারখানার মালিক আজ সকালে কারখানা বন্ধ রেখেছেন।”
তার মতে, তাসিলমান লিমিটেডের শ্রমিকরা অন্যান্য কারখানার শ্রমিকদের সঙ্গে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। এর ফলে কর্তৃপক্ষ বেশ কয়েকটি কারখানা বন্ধ রেখেছেন।
ডেইলি স্টারের সংবাদদাতা সেই এলাকা পরিদর্শন করে অন্তত ছয়টি কারখানার প্রধান দরজা তালা দেওয়া অবস্থায় দেখেছেন।
ঢাকা জোনের শিল্প পুলিশের সুপার সানা শামিনূর রহমান জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবহিত রয়েছেন তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
Comments