মেসি নির্ভরতার কথা স্বীকার করলেন ভালভার্দে

ছবি: এএফপি

তখন মাত্রই মাঠে নেমেছেন লিওনেল মেসি। বল ছোঁয়াও হয়নি। তখনই পিছিয়ে গেল বার্সেলোনা। গুছিয়ে উঠার আগেই হজম করলেন আরও এক গোল। ম্যাচের বাকী তখন মাত্র ১০ মিনিট। দুই গোলের পিছিয়ে থাকা দলটি সমতায় ফেরে মেসির জাদুতেই। আরও একবার প্রমাণ হলো বার্সেলোনা আসলে মেসির উপরই নির্ভরশীল।

মাঠের খেলায় এমনটা বরাবর হয়ে আসলেও মুখে সে অর্থে স্বীকার করেননি বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে। মেসি ছাড়াও আমরা খেলতে পারি এমন বুলিই দিয়ে গেছেন বরাবর। কিন্তু আগের দিন ভিয়ারিয়ালের ম্যাচের পর আর অস্বীকার করে উপায় ছিল না তার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অকপটেই বললেন, 'অবশ্যই আমাদের মধ্যে মেসি নির্ভরতা রয়েছে।'

'পৃথিবীর প্রায় সব দলেই এমনটা থাকে। কিন্তু যখন সে এখানে থাকবে না আমাদের খেলতে হবে এবং জেতার চেষ্টা করতে হবে। লিও আমাদের জন্য অপরিহার্য খেলোয়াড় এবং আমাদের বৈশিষ্ট্য তুলে ধরে। এটা সবাই জানে যে সে কোন কিছুর জন্য পৃথিবীর সেরা খেলোয়াড়।' - যোগ করে আরও বলেন ভালভার্দে।

মেসিকে ছাড়া খেলতে নেমে ম্যাচের ১৬ মিনিটেই দুই ব্রাজিলিয়ান ফিলিপ কৌতিনহো ও ম্যালকমের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু এরপর টানা চারটি গোল খায় দলটি। মূলত ভিয়ারিয়ালের কাউন্টার অ্যাটাক সামলাতে না পেরেই গোল হজম করতে হয় দলটিকে। তবে শেষ দিকে মেসির জাদুকরী ফ্রিকিকে ম্যাচে ফিরে আসে দলটি। এরপর সুয়ারেজের দুর্দান্ত ভলি। আর গোলটির উৎস সেই মেসিই। সর্বোপরি মেসি না থাকলে হয়তো হার নিয়েই মাঠ ছাড়তে হতো স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

ভিয়ারিয়ালের বিপক্ষে গোলের সুবাদে চলতি মৌসুমে মেসির গোল হলো ৪২টি। এরমধ্যে ৩২টি লা লিগায়। ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকা।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank governor Ahsan H Mansur's remarks

Bangladesh in ‘intensive discussion’ with UK to recover laundered money: BB governor

Mansur said Bangladesh had requested mutual legal assistance from several countries, including the UK

1h ago