এক বছরে বায়ু দূষণে প্রাণহানি এক লাখ
এক সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায়, বায়ু দূষণের কারণে বাংলাদেশে ২০১৭ সালে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৩ হাজার মানুষ।
এতে আরও বলা হয়, চরম বায়ু দূষণের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিশুদের আয়ু পড়ে ৩০ মাসের মতো কমে যাবে।
গতকাল (৩ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভেলুয়েশন-এর প্রকাশিত ‘স্টেট অব গ্লোবাল এয়ার ২০১৯’ প্রতিবেদনে দক্ষিণ এশিয়াকে বিশ্বের সবচেয়ে দুষিত অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে।
বায়ু দূষণের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, নির্মাণকাজের ফলে সৃষ্ট ধূলা, কয়লা থেকে বিদ্যুৎ, ইটভাটা, ডিজেলচালিত যন্ত্র ইত্যাদি।
স্বাস্থ্য সেবা অধিদপ্তর জেনারেল (ডিজিএইচএস) এর মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম বলেন, বাংলাদেশে বায়ু দূষণ রয়েছে। তবে সেই প্রতিবেদনে কীভাবে মানুষের মৃত্যুর হিসাবটি উঠে আসলো তা জাতে পারিনি।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, “বায়ু দূষণের সঙ্গে হৃদরোগ, ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক রয়েছে। তাহলে এটি স্বাভাবিক যে বায়ু দূষণের ফলে কিছু মানুষের মৃত্যু হয়। মানুষের আয়ু হ্রাস পায়।”
তিনি মনে করেন, বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে উন্নয়ন কার্যক্রম চলছে তাই এখানে বায়ু দূষণের মাত্রাও বেশি।
(সংক্ষেপিত, পুরো প্রতিবেদনটি পড়তে নিচের ইংরেজি লিংকে ক্লিক করুন)
Comments