গ্রিনলাইনের বাস নিলামে তুলে হলেও রাসেলকে ক্ষতিপূরণ দিতে হবে: হাইকোর্ট
গ্রিনলাইন পরিবহনের ম্যানেজারকে হাইকোর্টে তলব করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেল সরকারকে কেনো ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হলো না তার ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।
আজ (৪ এপ্রিল) দুপুর ২টায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
গ্রিনলাইন পরিবহন উচ্চ আদালতের আগের নির্দেশ পালন করেনি বলে রাসেলের আইনজীবী শামসুল হক রেজা আদালতকে জানালে বেঞ্চ আজ সকালে এই আদেশ দেন।
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গত বছর ৪ এপ্রিল গ্রিনলাইন পরিবহনের একটি বাস একটি পাওয়ার কোম্পানির গাড়িচালক রাসেলকে (২৬) ধাক্কা দিলে সে পা হারায়।
আজ আদালত জানান, গ্রিনলাইন পরিবহন যদি রাসেলকে ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয় তাহলে আদালত বাস জব্দ করে তা নিলামে তোলার নির্দেশ দিবেন। এরপর সেই টাকা রাসেলকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে বলেও জানান আদালত।
Comments