বোলিং শুরু করেছেন তাসকিন
গোড়ালির চোট সেরে রানিং শুরু করেছিলেন গেল সপ্তাহে। এবার বোলিং শুরু করেছেন তাসকিন আহমেদ। বিশ্বকাপ খেলার আশায় থাকা এই পেসার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ রাউন্ড থেকে মাঠে নিজের ছন্দ দেখাতে নামতে চান।
বৃহস্পতিবার মিরপুরে যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত আবাহনী-প্রাইম দোলেশ্বর। পাশেই একাডেমি মাঠে সোয়া দুই মাস পর বল হাতে অনুশীলন শুরু করেন তাসকিন। চোট পুরোপুরি সেরে উঠায় ফিটনেস পরীক্ষাতেও উৎরে উঠার খবর দেন তাসকিন, ‘মাশআল্লাহ ভাল লাগছে যে, সোয়া দুই মাস পরে আজ বোলিং সেশন করতে পারলাম। ফিজিও শাওন ভাইয়ের অধীনে আছি, বায়েজিদ ভাই দেবাশীষ স্যারও দেখেছে। শাওন ভাই শুরু থেকেই দেখতেছে। উনি আমার বেশ কিছু ফিটনেস পরীক্ষা নিয়েছে। সবগুলো ফিটনেস পরীক্ষা উন্নীত হয়েই বোলিং শুরু করলাম।’
গত ১ ফেব্রুয়ারি বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালির চোটে পড়েন তাসকিন। এতে দলে ডাক পেয়েও যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। এই সময়ের মধ্যে পুনর্বাসনের সবগুলো ধাপ শেষ করে অবশেষে নামছেন মাঠে। তবে বিশ্বকাপ দলে থাকছেন কিনা তা নির্ভর করছে তার ম্যাচে বোলিং পারফরম্যান্স দেখার উপর।
বিশ্বকাপ দল দেওয়ার আগেই তাই সুপার লিগে নেমে নিজেকে প্রমাণ করতে মরিয়া তাসকিন, ‘একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যদি ফিটনেস টেস্টগুলোর মধ্য দিয়ে যেতে না হতো তাহলে আরও আগেই বোলিং শুরু করতে পারতাম। ফিটনেস টেস্টে পাশ করেছি এখন বোলিংও শুরু করলাম। ৩০টা বল করলাম শর্ট রানআপে। আল্লাহ চাইলে ইনটেনসিটি সামনে আরও বাড়তে থাকবে। একদিন পর পর বোলিং করতে হবে। আশা করছি সুপার লিগ থেকে খেলবো। কতটুকু উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে কোন ম্যাচ থেকে খেলবো।’
Comments