হারের দায় খেলোয়াড়দের দিতে চান না জিদান
ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগের রাতে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। তার চেয়ে বড় কথা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দলটি। গোছানো কোনো আক্রমণও করতে ব্যর্থ তারা। কিন্তু তারপরও খেলোয়াড়দের দোষ দিতে নারাজ কোচ জিনেদিন জিদান।
চলতি মৌসুমের শুরু থেকেই বাজে কাটছে রিয়ালের। এরমধ্যেই ছাঁটাই হয়েছেন দুই কোচ। গত মাসেই সাবেক ক্লাব সতীর্থ সান্তিয়াগো সোলারিকে ছাঁটাই করে জিদানকে আবার দায়িত্বে ফেরায় রিয়াল। দ্বিতীয় দফায় তার শুরুটা ভালোই করেন জিদান। প্রথম দুই ম্যাচেই জয়। কিন্তু তৃতীয় ম্যাচেই বাস্তবতা টের পেলেন এ ফরাসী কোচ।
ম্যাচ শেষে রিয়ালের অফিশিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জিদান বলেন, ‘আমরা বল দখলে রেখে ম্যাচে শক্তিশালী ভাবেই শুরু করেছিলাম। আমাদের শুধু প্রথমে একটা গোল দরকার ছিল। আমি কোন কিছুর জন্যই খেলোয়াড়দের দোষারোপ করতে পারি না। আমরা সেরা দলের বিপক্ষে খেলেছি। এটা একটা হার। আর হার সবসময়ই কষ্টের।’
‘আমরা সুযোগ তৈরি করতে সংগ্রাম করেছি, শট নিতে পারেনি। আমাদের প্রতিপক্ষের গোলবারের আরও কাছে যাওয়া উচিৎ ছিল। দল শেষ পর্যন্ত লড়াই করেছে। হার অবশ্যই কঠিন। আমাদের এটা মেনে নিতে হবে। এবং আমাদের হাতে যে আটটি ম্যাচ রয়েছে তা নিয়ে ভাবতে হবে। শনিবার যেন আমরা আরও ভালো করতে পারি সেই দিকে মনোযোগ দিতে হবে।’- যোগ করে আরও বলেন জিদান।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বল দখলে এগিয়ে থেকে খেললেও পরিকল্পিত আক্রমণে যেতে পারেনি রিয়াল। উল্টো দিকে ভ্যালেন্সিয়ার আক্রমণ ছিল বেশ গোছানো। একের পর এক আক্রমণ করে দুই গোল আদায় করে নেয় দলটি। শেষ দিকে অবশ্য করিম বেনজেমা একটি গোল পরিশোধ করলেও তা কেবল সান্ত্বনাই জুগিয়েছে। ১-২ গোলের ব্যবধানে ম্যাচ হারে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
Comments