আড়াই মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার
ইনজুরিতে পড়ে আড়াই মাস মাঠের বাইরে থাকার পর অনুশীলনে ফিরেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। যদিও এখনও ক্লাবের সঙ্গে যোগ দেননি তিনি। ফিজিও তত্ত্বাবধানে আলাদা করে অনুশীলন করেছেন এ তারকা। বুধবার এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে নেইমারের ক্লাব প্যারিস সেইন্ত জার্মেই (পিএসজি)।
টুইটারে নেইমারের অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করে পিএসজি। এছাড়াও বেশ কিছু ছবিও আপলোড করে ক্লাবটি জানিয়েছে, 'নেইমারের পুনর্বাসন সঠিক ভাবেই চলছে। আশা করা হচ্ছে খুব শীগগিরই সে দলের সঙ্গে মাঠের অনুশীলন শুরু করবে। আগামী ১৫দিন ক্লাবের বিশেষজ্ঞরা তার মেডিক্যাল এবং রেডিয়োলোজিক্যাল পরীক্ষা নেবে।'
ইনজুরিতে পরার পরই ব্রাজিলে চলে গিয়েছিলেন নেইমার। ব্রাজিল থেকে ফিরে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন মিলানে। ছুটি কাটিয়ে অনুশীলনে নেমেছেন এ তারকা। আগামী ২৭ এপ্রিল ফরাসী কাপ ফাইনাল দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি।
গত জানুয়ারিতে এই ফরাসি কাপেই স্ত্রাসবুরের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। ডান পায়ের পাতার মেটাটারসালে আঘাত পেয়ে আড়াই মাসের জন্য ছিটকে যান তিনি। তবে নেইমারের লক্ষ্য ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় খেলা। সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করতে করছেন ব্রাজিলিয়ান অধিনায়ক।
Comments