এপ্রিলেই চালু হচ্ছে রেলের টিকিট বিক্রির অ্যাপ
রেলের টিকিটি বিক্রির জন্য এ মাসের মধ্যেই নতুন অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, “অ্যাপ চালুর পর রেলের টিকিট প্রাপ্তির প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যাবে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে লোকজন তাৎক্ষণিক টিকিট ক্রয় করতে পারবেন।”
আজ (৫ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে একথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, “ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের টিকিট পেতে ভোগান্তি বন্ধে ও টিকিট কালোবাজারি ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকেও ট্রেনের টিকিট বিক্রি করা হবে। টিএসসি, সায়েদাবাদ, বসুন্ধরাসহ বিভিন্ন পয়েন্ট থেকে যেন টিকিট দিতে পারি। যাতে ওই অবস্থা এবার না হয়।”
Comments