পয়লা বৈশাখ থেকে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন রেলসেবা
বাংলা বর্ষের প্রথমদিন পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন রেলসেবা চালু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ (৫ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
রেলমন্ত্রী জানান, পয়লা বৈশাখ থেকে ঢাকা-রাজশাহী রেলপথে সরাসরি বিরতিহীন এই সেবা চালু করা হবে। এ সেবায় ইন্দোনেশিয়া থেকে আনা নতুন বগি যুক্ত করা হবে।
এছাড়া, রংপুর-ঢাকা রুটে দ্রুত নতুন ট্রেন দেওয়া হবে বলেও এসময় সাংবাদিকদের জানান মন্ত্রী।
Comments