শ্রীমঙ্গলে বিদেশি কূটনৈতিকদের আনন্দ ভ্রমণ
বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গিয়েছেন।
আজ (৫ এপ্রিল) সকালে তারা শ্রীমঙ্গলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে।
আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানান, বিদেশি মিশনের মোট ৩৫ জন কূটনীতিক আজ দুপুর ২টার দিকে শ্রীমঙ্গলে পৌঁছান।
মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ একে আব্দুল মোমেনের নেতৃত্বে আজ সকাল ৮টায় চারটি বাসে করে কূটনীতিকেরা তাদের যাত্রা শুর করেন।
বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের পর্যটনে আকৃষ্ট ও তাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ একে আব্দুল মোমেন এ আনন্দ ভ্রমণের আয়োজন করেছেন।
আনন্দ ভ্রমণকালে কূটনীতিকেরা মণিপুরি পল্লী, জেরিন চা বাগান এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে।
আগামীকাল শনিবার তারা ঢাকায় ফিরবেন।
Comments