রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানী ঢাকার খিলগাঁও উড়ালসড়কে দুর্ঘটনায় পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- নোমান (১৬) এবং তুহিন (১৭)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, আজ বিকেল সোয়া চারটার দিকে খিলগাঁও উড়ালসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। এই দুই যুবক এসময় মোটরসাইকেলে আরোহণ করছিলেন। হঠাৎ এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে উড়াল সড়কের রেলিংয়ে ধাক্কা খেলে যুবকেরা গুরুতর আহত হন।
ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এই দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Comments