বিজিএমইএ পেলো প্রথম নারী সভাপতি
দেশের তৈরি পোশাক প্রস্ততকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) প্রথমবারের মতো পেলো একজন নারী সভাপতি। মোট ১ হাজার ৯৫৬ ভোটের মধ্যে রুবানা হক পেয়েছেন ১ হাজার ৪৯২টি ভোট।
তার ‘সম্মিলিত ফোরাম’ পরিচালকদের ৩৫ পদের সবগুলোতেই নির্বাচিত হয়েছে।
আগামী ২০ এপ্রিল রুবানা হক তার দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনে বিজয়ের পর তিনি বলেন, “বাংলাদেশে শ্রমের মূল্য কম- এই ভাবনাটি আমরা বদলে দিতে চাই।” তার মতে, “শ্রমের দাম কম হওয়া ভালো নয়, বরং প্রতিযোগিতামূলক হওয়া ভালো।”
বিজিএমইএ-এর ভবন কারওয়ান বাজারের হাতিরঝিল থেকে দ্রুত উত্তরায় সরিয়ে নেওয়া হবে বলেও তিনি জানান।
এছাড়াও, রুবানা তার বক্তব্যে দেশের তৈরি পোশাক কারখানার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা অ্যাকর্ডের প্রশংসা করেন। বলেন, “আমরা অ্যাকর্ডের প্রতি কৃতজ্ঞ। দেশের প্রায় ৯০ শতাংশ তৈরি পোশাক কারখানার উন্নয়ন ঘটানো হয়েছে। এখন আমাদের নতুন করে কাজ শুরু করতে হবে।”
উল্লেখ্য, প্রতি দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও ২০১৫ সালের পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।
Comments