আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন কস্তা!

ছবি: এএফপি

সরাসরি লাল কার্ড দেখলে সাধারণত তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে থাকেন খেলোয়াড়েরা। তবে অ্যাতলেতিকো মাদ্রিদের দিয়াগো কস্তা বড় ধরণের শাস্তিই পেতে যাচ্ছেন বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। স্প্যানিশ রেফারি হেসুস গিল মানজানোর মা’কে নিয়ে অশ্রাব্য গালিগালাজ করার কারণে চার থেকে আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলে জন্ম নেওয়া এ স্প্যানিশ খেলোয়াড়।

ম্যাচ শেষে মানজানো অভিযোগ করেছেন যে, কস্তা তার মাকে নিয়ে অশ্রাব্য গালিগালাজ করার কারণেই লাল কার্ড দেখিয়েছেন। আর এটা প্রমাণিত হলে নুন্যতম চার ম্যাচ থেকে সর্বোচ্চ আট ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন কস্তা।তাহলে মৌসুমই অনেকটা শেষ হয়ে যেতে পারে এ ফরোয়ার্ডের। কারণ লিগে এর মধ্যেই ৩১টি ম্যাচ খেলে ফেলেছে অ্যাতলেতিকো। তাদের আর ম্যাচ বাকি রয়েছে সাতটি। আর কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছে দলটি। 

লাল কার্ড দেখার পর আরও ক্ষেপে গিয়েছিলেন কস্তা। রেফারির দিকে তেড়ে যান তিনি। সতীর্থরা তাকে আটকান। এরপর তাকে শান্ত করার চেষ্টা করেন সতীর্থ গোলরক্ষক জন ওবলেক। পড়ে বার্সেলোনা তারকা জেরার্দ পিকে তাকে জোর করে ধরে সে স্থান থেকে নিয়ে যান এবং কথা বলতে নিষেধ করেন। অন্যথায় শাস্তির মাত্রা নিঃসন্দেহে সর্বোচ্চটাই হতে পারতো বলেই সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

তবে কস্তা অ্যাতলেতিকো কোচ দিয়াগো সিমিওনির কাছে এ অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সিমিওনি বলেন, ‘আমরা অনেক লাল কার্ড দেখেছি, তাই আমরা কিছু ভুল করছি। আমি বিরতির সময় রেফারিকে জিজ্ঞাসা করেছি এবং বলেছেন সে কিছু খারাপ বলেছে। কিন্তু কস্তা আমাকে বলেছে সে এমন কিছু বলেনি। অন্যান্য খেলোয়াড়রাও বলেছে এমন কিছু বলেনি যার জানয় তাকে বহিষ্কার করা হবে। তবে কস্তা যা করেছে এটা তার অজুহাত না। যদি রেফারি মনে করেন তাকে অপমান করা হয়েছে, তাহলে এটা ঠিক আছে। তবে শাস্তি সবার জন্য সমান নয়।’

ম্যাচের ২৮তম মিনিটেই ধাক্কাটি খায় অ্যাতলেতিকো। রেফারিকে গালিগালাজ করে সরাসরি লাল কার্ড দেখেন কস্তা।  ১০ জনের দলে পরিণত হওয়া দলটি অবশ্য ৮৫ মিনিট পর্যন্ত সমান তালেই লড়াই করেছিল। কিন্তু লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির দুই মিনিটের ঝলকে খেই হারিয়ে ফেলে তারা। ফলে শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ১১ পয়েন্ট পিছিয়ে লিগ থেকে অনেকটাই ছিটকে পড়েছে সিমিওনির দল।

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

7h ago