চার বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে নামছেন মোস্তাফিজ
২০১৪ সালের ২৮ নভেম্বর লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয়েছিল মোস্তাফিজুর রহমানের। সেদিন ঢাকা প্রিমিয়ার লিগেও প্রথম মাঠে নামা তার। আবাহনী লিমিটেডের হয়ে কলাবাগানের বিপক্ষে অভিষেকেই নিয়েছিলেন ৩২ রানে ৫ উইকেট। ওই মৌসুমে পাঁচ ম্যাচ খেলার পর আর তার নামা হয়নি ঢাকার ক্রিকেটের জমজমাট আসরে। সোমবার শাইনপুকুরের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আবার ফিরছেন তিনি।
২০১৫ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে এসেই তারকা বনে যাওয়ায় ব্যস্ততা বেড়ে যায় মোস্তাফিজের। কখনো আইপিএল আবার কখনো চোটের কারণেও খেলা হয়নি প্রিমিয়ার লিগে। গেল মৌসুমে মোহামেডান তাকে দলে নিলেও মাঠে নামা হয়নি। এবার নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর ছিলেন ছুটিতে। ছুটির সময়টাতেই সেরে নিয়েছেন বিয়ের কাজটাও।
ছুটি আর বিয়ের কাজ সেরে ফুরফুরে হয়ে মোস্তাফিজ ফিরেছেন ঢাকায়। রোববার ফিরলেন অনুশীলনেও। বিশ্বকাপের ক্যাম্প শুরুর আগে মাঠের খেলায় নামার ইচ্ছা জানিয়েছিলেন। শাইনপুকুর কোচ তালহা জোবায়ের নিশ্চিত করেছেন, মোস্তাফিজের ইচ্ছা অনুযায়ী সোমবারের ম্যাচেই মাঠে নামানো হচ্ছে তাকে।
ম্যাচের আগের অনুশীলনে লম্বা সময় নিয়ে বলও করেছেন মোস্তাফিজ। জানিয়েছেন ছুটিতে থাকলেও বাড়িতেই জিম করেছেন, রানিং করছেন। ফিটনেস নিয়ে তাই কোন সমস্যা নাই। বোলিংয়েও মিলছে ছন্দ। আপাতত মাঠে নেমে নিজের আত্মবিশ্বাস চাঙ্গা বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম ভরসা এই পেসার।
গুরুত্বপূর্ণ ম্যাচে মোস্তাফিজ ফেরায় বড় সুখবর শাইনপুকুরের জন্যও। সোমবারের ম্যাচে গাজী গ্রুপকে হারাতে পারলে সুপার লিগের পথে অনেকটাই এগিয়ে যাবে তারা। সোমবার সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
Comments