আঙুলে চোট পেয়েছেন মিরাজ

Mehidy Hasan Miraz
চোট পেয়ে মাঠ ছাড়ছেন মিরাজ, ছবি: বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। চোট পেয়ে তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়ার পর তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন প্রাথমিক দেখায় গুরুতর নয় মিরাজের চোট।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর দেওয়া ১২৩ রান তাড়ায় ব্যাট করছিল লিজেন্ডস অব রূপগঞ্জ।  মোসাদ্দেক হোসেনের করা ২৬তম ওভারে শর্ট কাভারে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান মিরাজ। কাতরাতে থাকেন ব্যথায়।

তাৎক্ষণিকভাবে তার আঙুলে আইস ব্যাগ লাগানো হয়, ঠাণ্ডা পানিতেও চুবিয়ে রাখা হয়। পরে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী তা পর্যবেক্ষণ করেন। তিনি জানান, মিরাজকে একদিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করা যাচ্ছে বিশ্রামেই সেরে যাবে এই ব্যথা।

টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে এদিন রূপগঞ্জের কাছে পাত্তা পায়নি আবাহনী। আগে ব্যাট করে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ৪ উইকেট হারিয়ে প্রায় ২৩ ওভার আগে খেলা শেষ করে দেয় রূপগঞ্জ। চোট পাওয়ার আগে ৪ ওভার বল করেছিলেন মিরাজ। ১ মেডেনসহ ২০ রান নিয়ে উইকেটশূণ্য থেকেছেন তিনি।

 

Comments