দ্য ডেইলি স্টার যখন স্কুলের পাঠ্য
সম্প্রতি প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল তাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে দ্য ডেইলি স্টারকে।
স্কুলটি দ্য ডেইলি স্টারকে ব্যবহার করছে শিক্ষাদানের কাজে। সেখানে শিক্ষার্থীদের দিন শুরু হয় দ্য ডেইলি স্টার পড়ে। এসেম্বলিতে শেখানো হয় পত্রিকায় ছাপা হওয়া নতুন শব্দ আর ক্লাস শেষে থাকে বিভিন্ন রকমের মজার মজার কুইজ।
এছাড়াও, স্কুলটিতে প্রতিদিন দশ মিনিটের একটি সেশন থাকে যেখানে শিক্ষার্থীরা দ্য ডেইলি স্টারে প্রকাশিত ওই দিনের যে কোন একটি খবর পড়ে নিজের ভাষায় তা লিখে ক্লাসে উপস্থাপন করে।
প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আদনান চৌধুরী বলেন, “এই চর্চা শিক্ষার্থীদের শব্দসম্ভার বাড়িয়ে সঠিকভাবে বাক্য গঠন করতে সাহায্য করছে। তাদের চিন্তার পরিধি বাড়ছে বহুগুণে। ইংরেজি দক্ষতার উন্নয়ন ঘটিয়ে দেশ বিদেশের সমসাময়িক ঘটনা নিয়েও দিচ্ছে সম্যক ধারণা।”
Comments