মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শ্রমিক বহনকারী একটি বাস খাদে পড়ে পাঁচ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শ্রমিক বহনকারী একটি বাস খাদে পড়ে পাঁচ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন।

স্থানীয় সময় গতকাল (৭ এপ্রিল) দিবাগত রাত ১১টা ১০ মিনিটের দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী কমিশনার জুলকিফলি আদমশাহ জানান, দুর্ঘটনার সময় বাসটি ৪৩ জন শ্রমিক বহন করছিল। তারা এমএএস কার্গোতে চুক্তিভিত্তিক কাজ করতেন। দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে তিন নারীসহ দশজনই বিদেশি কর্মী। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশীয় ও দুজন নেপালি।

রোববার ওই দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় দমকল ও উদ্ধারকারী দলের সদস্যরা। তারা বাসের বিভিন্ন অংশ কেটে হতাহতদের বের করে আনেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago