মালয়েশিয়ার সৈকতে আটক ৩৭ রোহিঙ্গা
মালয়েশিয়ার সমুদ্র সৈকত থেকে আরও ৩৭ জনকে আটক করেছে দেশটির পুলিশ। ধারণা করা হচ্ছে, আটককৃতরা সবাই রোহিঙ্গা যাদের সমুদ্রপথে অবৈধভাবে সেখানে নিয়ে গিয়েছিল মানব পাচারকারীরা। দেশটির কর্তৃপক্ষ বলেছে, তাদের আশঙ্কা নতুন করে রোহিঙ্গাদের সাগর পথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা শুরু হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের মাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিগত বছরগুলোতে প্রচুর রোহিঙ্গাকে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা হয়েছিল। ২০১৫ সালের পর পাচারের মাত্রা কমে এলেও গত কয়েক মাসে আবার রোহিঙ্গাদের পাচারের ঘটনা সামনে এসেছে। গত মাসে মালয়েশিয়ার উত্তরাঞ্চলের পার্লিস রাজ্যে সুনাগাই বেলাতি সৈকতে ৩৫ জনকে উদ্ধার করেছিল পুলিশ। ওই একই সৈকত দিয়ে আজ সোমবার সকালে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টার সময় ৩৭ জনকে আটক করল পুলিশ।
ঘটনার কথা নিশ্চিত করে রাজ্যের পুলিশ প্রধান নুর মুশার মোহাম্মদ রয়টার্সকে বলেন, “আমাদের ধারণা এদেরকে বড় নৌকায় করে সাগর পার করে আনা হয়েছে। পরে তীরের কাছাকাছি এসে ছোট ছোট নৌকায় করে বিভিন্ন এলাকায় ভিড়ানো হয়েছে। তবে আজ যাদের আটক করা হয়েছে তারা সবাই সুস্থ ছিল এবং তাদের অভিবাসন কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এই রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে নাকি মিয়ানমার থেকে নিয়ে যাওয়া হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
Comments