আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দিতে হবে: সুপ্রিম কোর্ট
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমদের পরিবারকে ১০ লাখ টাকা জরুরি খরচ দিতে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।
আজ (৯ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
একইসঙ্গে হাইকোর্টের দেওয়া এই আদেশের বিরুদ্ধে সুপ্রভাত পরিবহনের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ মার্চ আবরার আহমদের পরিবারকে সাত দিনের মধ্যে ১০ লাখ টাকা দিতে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে গত সপ্তাহে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে সুপ্রভাত কর্তৃপক্ষ।
এছাড়াও, সড়ক দুর্ঘটনায় আবরার আহমদ নিহত হওয়ায় তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সুপ্রভাত পরিবহনকে কেনো নির্দেশ দেওয়া হবে না, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার কারণ জানতে চেয়ে একটি রুল জারি করেছেন আদালত।
Comments