ডিএমপি-তে বহুতল ডিজিটাল গাড়ি পার্কিং
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কনট্রোল সেন্টার ভবনে আটতলা ডিজিটাল গাড়ি পার্কিং ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।
আজ (৯ এপ্রিল) সকালে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রাজধানীর আব্দুল গনী রোডে ডিএমপির কার্যালয়ে এই ব্যবস্থার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, পুলিশের সদরদপ্তরের উন্নয়ন শাখা-১ ডিজিটাল গাড়ি পার্কিংয়ের এই প্রকল্প বাস্তবায়ন করেছে। যেখানে ছয়টি গাড়ি পার্ক করে রাখা যেতো এখন সেখানে ৩৪টি গাড়ি রাখা সম্ভব হবে।
একে একটি ‘পরীক্ষামূলক প্রকল্প’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই ব্যবস্থার ভালো-মন্দ বিভিন্ন দিক যাচাই-বাছাই করে ভবিষ্যতে এর বিস্তার ঘটানো হবে।
Comments