পিএসজির বিপক্ষে ইউনাইটেডের সেই ম্যাচই ভয়ের কারণ বার্সেলোনার
ঘরের মাঠে ০-২ গোলে হার। তার উপর প্রতিপক্ষের মাঠে খেলতে যাওয়ার আগে মূল একাদশের ১০ জনই নেই। অনেকেই তখন ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায় দেখে ফেলেছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে প্যারিস থেকেই জয় আদায় করে শেষ চারে জায়গা করে নেয় ইংলিশ দলটিই। সে ম্যাচটি যেমন ইউনাইটেডের জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগায়, তেমনি প্রতিপক্ষের জন্য উদাহরণও। আর তাই সতীর্থদের সতর্ক করে দিয়েছেন বার্সা ডিফেন্ডার জেরার্দ পিকে।
মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এ ম্যাচ নিয়ে সতীর্থদের সতর্কবার্তা দেন পিকে, ‘যদি আপনি তাদের অনেক গোল দিয়ে হারাতে পারেন তাহলে আপনাকে তাই করতে হবে। কারণ তাদের দারুণ একটি দল রয়েছে এবং দারুণ ইতিহাসও রয়েছে। প্যারিসে দ্বিতীয় লেগে বেশ কিছু তরুণ একাডেমীর খেলোয়াড় নিয়ে ইউনাইটেড দেখিয়ে দিয়েছে। তারা জিতেছে এবং শেষ মুহূর্তের পেনাল্টিতে উত্তীর্ণও হয়েছে।’
মূলত পিএসজির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে খেলা ইউনাইটেডের দুটি ম্যাচ দেখেই এ অভিজ্ঞতা হয়েছে পিকের। ইউনাইটেডের বিপক্ষে প্যারিসের দলটি আরও ভালো ফলাফল নিয়ে ফিরতে পারতো বলে মনে করেন তিনি, ‘আমি দুটি ম্যাচই দেখেছি। এখানে (ওল্ড ট্রাফোর্ড) আমার মনে হয় পিএসজি বেশি ভালো খেলেছে এবং দ্বিতীয়ার্ধে তারা গোল পেয়েছে। এমনকি আরও বেশ কিছু গোল পেতে পারতো।’
আর তাই পিএসজির বিপক্ষে ম্যাচটি উদাহরণ হিসেবেই দেখছেন পিকে। নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন সতীর্থদের, ‘এটা আমাদের জন্য বড় উদাহরণ। আমাদের ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত মনযোগী থাকতে হবে। আমরা জানি ম্যানচেস্টার ইউনাইটেড খুবই ভয়ঙ্কর একটি দল এবং পরবর্তী রাউন্ডে যেতে অবশ্যই আমাদের নিজেদের সেরা ম্যাচটাই খেলতে হবে।’
এছাড়া ম্যানইউর খেলার ধরণ নিয়ে সাবধানী এ স্প্যানিশ ডিফেন্ডার, ‘আমার আশা করছি এ ম্যাচে আমরা অনেক বল পাবো। তবে রাশফোর্ড ও লুকাকুর মতো দ্রুত গতির খেলোয়াড়দের দিয়ে তারা আমাদের পাল্টা আক্রমণে আঘাত করার চেষ্টা করবে। আমাদের তাদের গার্ড দিয়ে রাখতে হবে। অবশ্যই সেট পিস যেমন কর্নার এবং বক্সে ক্রসগুলোর দিকে নজর রাখতে হবে। তারা ইংলিশ দল তাই তারা অনেক শক্তিশালী, লম্বা এবং সুবিধা আদায় করে নেয়। আমাদের এসব থামাতে হবে।’
Comments