আয়াক্সের বিপক্ষেই ফিরছেন রোনালদো
প্রায় আট মাস পরই জাতীয় দলের জার্সিতে ফেরাটা ভালো হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। গোলহীন তো থেকেছেন ইনজুরিতেও পড়েছেন। ফিটনেস ফিরে পেতে কি কঠিন সংগ্রামই করেছেন এ পর্তুগিজ তারকা। আশার খবর ইনজুরি থেকে ফিরেছেন এ তারকা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আয়াক্সের বিপক্ষে ঘোষিত স্কোয়াডেও আছেন তিনি। এমনকি মূল একাদশেও থাকতে পারেন বলে জানিয়েছেন দলের কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি।
পর্তুগালের হয়ে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে নেমে ইনজুরিতে পড়েন রোনালদো। তাতেই আয়াক্সের বিপক্ষে তার খেলা নিয়ে জেগেছিল সংশয়। চিকিৎসকদের পরীক্ষা শেষে জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, সুস্থ হতে সময় লাগতে পারে ১৫ দিনের বেশি। আর সম্পূর্ণ ফিট না হলে তাকে নিয়ে কোন ঝুঁকি নিবেন না বলেও জানিয়েছিলেন আলেগ্রি। তবে ফিটনেস ফিরে পেয়েছেন রোনালদো।
সংবাদ সম্মেলনে মঙ্গলবার আলেগ্রি বলেছেন, ‘দলের সাথে ভালোভাবেই অনুশীলন করেছে সে। প্রথম লেগে রোনালদো একাদশে থাকবে। সে এখন পুরোপুরি সুস্থ।’
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মানেই ভিন্ন রোনালদো। আর নকআউট পর্বে তো আরও দুর্দান্ত। বিশেষকরে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোতে অনন্য তিনি। শেষ আটে ২০টি ম্যাচ খেলে দিয়েছেন ২৩ গোল। এদিন আয়াক্সের বিপক্ষে রেকর্ডটা আরও সমৃদ্ধ করতে চাইবেন সিআরসেভেন।
Comments