ঢাবিতে ‘লুঙ্গি মাহফেল’
নিজেদের পোশাক ও সংস্কৃতি নিয়ে হীনমন্যতা দূর করে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গির গ্রহণযোগ্যতা সর্বস্তরে পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হলো ‘লুঙ্গি মাহফেল’।
আয়োজকদের একজন দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিককে জানান, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জায়গায় আরামপ্রিয় বাঙ্গালি পুরুষের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গিকে গ্রহণযোগ্য করতেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিলিতভাবে এই ‘মাহফেল’র আয়োজন করেছেন।
অভিনব এই আয়োজনে যোগ দিতে আজ (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসিতে) এসে জড়ো হন শিক্ষার্থীরা। এখানে কারও গায়ে পাঞ্জাবি, কারও শার্ট থাকলেও একটি বিষয়ে সবাই ছিলেন এক কাতারে। আর তা হলো প্যান্টের বদলে সবার পরনেই ছিল লুঙ্গি।
সেখান থেকে আমাদের ফটোসাংবাদিক জানান, শিক্ষার্থীরা এরপর লুঙ্গি পরিহিত অবস্থায় মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে কলাভবনের সামনে এসে মিলিত হন।
‘মাহফেল’-এ অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকেই আজ লুঙ্গি পরে ক্লাসে উপস্থিত হয়েছিলেন বলেও জানা গেছে।
Comments