ঢাকা-রাজশাহী বিরতিহীন ট্রেনের অপেক্ষা বাড়ল
রাজধানী ঢাকার সঙ্গে রাজশাহীর মধ্যে প্রস্তাবিত বিরতিহীন ট্রেনের জন্য অপেক্ষা আরও বাড়ল। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে এই ট্রেনের উদ্বোধন হওয়ার কথা থাকলেও সেদিন ট্রেনটি চালু হচ্ছে না।
রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ১২ কোচ সম্বলিত এই ট্রেনটির নাম ঠিক করা হয়েছে বনলতা এক্সপ্রেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নাম বাছাই করেছেন। তবে পহেলা বৈশাখে ট্রেনটি উদ্বোধন হওয়ার সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রীর দেওয়া তারিখ অনুযায়ী বনলতা এক্সপ্রেস উদ্বোধন করা হবে।
গত ৫ এপ্রিল রেলমন্ত্রী নুরুল ইসলাম কমলাপুর স্টেশন পরিদর্শন করতে গিয়ে পহেলা বৈশাখে নতুন ট্রেনের উদ্বোধনের কথা জানিয়েছিলেন।
ট্রেনটি সকাল ৭টায় রাজশাহী স্টেশন থেকে ছেড়ে বিরতিহীনভাবে সকাল ১১টায় কমলাপুর স্টেশনে পৌঁছবে। আর দুপুর দেড়টায় কমলাপুর থেকে ছেড়ে একইভাবে বিকেল সাড়ে ৫টায় রাজশাহী পৌঁছবে।
ঢাকা ও রাজশাহীর মধ্যে বর্তমানে সিল্ক সিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস নামে তিনটি ট্রেন চালু রয়েছে। এসব ট্রেনে ঢাকা ও রাজশাহীর মধ্যে চলাচল করতে সাত ঘণ্টা সময় লাগে। বিরতিহীন ট্রেনটি মাত্র চার ঘণ্টায় নামিয়ে আনবে যাত্রার সময়।
ঢাকা ও চট্টগ্রামের মধ্যে বিরতিহীন দুটি ট্রেন থাকলেও অন্য কোনো শহরের সঙ্গে ঢাকার বিরতিহীন ট্রেন ছিল না। চালু হলে এটিই হবে দেশের তৃতীয় বিরতিহীন ট্রেন।
Comments