মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ যুবক মো. ফয়সাল (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঘটনার ১০ দিন পর গতকাল (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ফয়সালের মৃত্যু হয়। রাতে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফয়সাল মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রজ্জব আলীর ছেলে।
গত ৩১ মার্চ মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকাল ৫টা ১০ মিনিটে উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দেওয়ান বাজার এলাকায় ফয়সাল ও রিকশাচালক রুহুল আমিন (৪৫) গুলিবিদ্ধ হন।
অভিযোগ রয়েছে- পূর্ব শত্রুতার জের ধরে সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিয়াদ হোসেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য সরদার রুবেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রুবেল দৌড়ে পালিয়ে গেলেও সেখানে দাঁড়িয়ে থাকা ফয়সাল এবং রিকশাচালক রুহুল আমিন গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উভয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় ৩ এপ্রিল ছাত্রলীগ নেতা রিয়াদকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন ফয়সালের ভাই আনোয়ার হোসেন। পুলিশ সুপার জানান, ফয়সাল হত্যাচেষ্টা মামলাটি এখন হত্যা মামলা হবে।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন গাজী জানান, গুলি করার ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মাহতাব উদ্দিন কল্লোলের সমর্থক সরদার রুবেল।
Comments