নুসরাতের ময়নাতদন্ত শেষ, দেহ হস্তান্তর

Nusrat body
১১ এপ্রিল ২০১৯, ময়নাতদন্ত শেষে ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: পলাশ খান

‘আগুন হামলার’ শিকার ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ময়নাতদন্ত শেষে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তিন সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড এই ময়নাতদন্ত করে।

আজ (১১ এপ্রিল) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, “আমরা ডিএনএ পরীক্ষা এবং মাইক্রোবায়োলজি নমুনা সংগ্রহ সম্পন্ন করেছি।”

“তাকে বাঁচানোর জন্যে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, কিন্তু, শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি,” বলেও জানান তিনি।

জানা যায়, নিহত শিক্ষার্থীর দেহ ফেনীতে নিয়ে যাওয়ার বিষয়ে তার পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করছে।

আরও পড়ুন:

বাঁচানো গেল না ফেনীর মাদ্রাসাছাত্রীকে

নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আগুন মেয়ে

কার বিচার চাই, কার কাছে চাই

Comments