রক্তাক্ত মেসি মিস করছেন হুয়েস্কা ম্যাচ!
ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিয়েছে বার্সেলোনা। তবে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দলটি। তারচেয়েও বড় ব্যাপার রক্তাক্ত হয়েছে ফিরেছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। আর তাতে শঙ্কা জেগেছে শনিবার হুয়েস্কার বিপক্ষে লা লিগার ম্যাচে খেলা নিয়ে। সে ম্যাচ মিস করছেন বলেই সংবাদ প্রকাশ করেছে ইএসপিএন।
ম্যাচের প্রথমার্ধেই ম্যানইউ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের হাতের আঘাতে চোট পান মেসি। ভয়াবহ এ সংঘর্ষে নাকে ও চোখে আঘাত পান এ আর্জেন্টাইন। তাতে সঙ্গে সঙ্গেই রক্ত পরতে থাকে নাক থেকে। নাক ও চোখের বেশ কিছু জায়গা ছটে যায়। প্রাথমিক শুশ্রূষার পর অবশ্য পুরো ম্যাচই খেলেছেন বার্সা অধিনায়ক। কিন্তু আগের সে ছন্দে আর দেখা যায়নি।
আঘাত কতোটা গুরুতর তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার পরীক্ষা করানোর পরই জানা যাবে বলে জানিয়েছেন কোচ এরনেস্তো ভালভার্দে, 'সে ঘটনার পর মেসি বেশ অস্বস্তিতে ছিল। আমাদের কাল (আজ) পরীক্ষা করে দেখতে হবে তার অবস্থা কি। সে খুবই দৃঢ় রয়েছে তবে তার চোখে নাকে বেশ কিছু কালশিটে দাগ রয়েছে।'
তবে ইএসপিএন জানিয়েছে, কোনও ধরনের ফ্র্যাকচার হয়নি মেসির। বিশ্রাম নিলেই খুব শীগগিরই মাঠে ফেরার জন্য উপযোগী হয়ে উঠবেন এ তারকা। তবে লা লিগা অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ায় তুলনামূলক দুর্বল দল হুয়েস্কার বিপক্ষে তাকে বিশ্রামে রাখতে পারেন ভালভার্দে।
Comments