নুসরাত হত্যা: অধ্যক্ষের পক্ষ নেওয়া আ. লীগ নেতা বহিষ্কার

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার পক্ষে ফেনী আদালতে লড়ায় আওয়ামী লীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এডভোকেট নূর হোসেন জানান, বহিষ্কৃত নেতার নাম সোহাগ আহমেদ বুলবুল। তিনি উপজেলার কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল সিরাজ উদ দৌলার পক্ষে আদালতে লড়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
অধ্যক্ষের যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ৬ এপ্রিল পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে নুসরাত জাহান রাফির শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত জাহান রাফি মারা যান।
নুসরাতকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার শরীরের ৭৫ শতাংশ আগুনে পুড়ে যায় বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত দোষীদের শাস্তির জন্য দেশজুড়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে।
Comments