নোয়াখালীতে ফের ২ সন্তানের জননীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার রেশ না কাটতেই ফের জেলার সোনাইমুড়ীতে গণধর্ষণের শিকার হয়েছেন ২ সন্তানের এক জননী।
গত ৯ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে।
পরে ঘর্ষিতার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গতকাল (১১ এপ্রিল) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার পূর্ব নাটেশ্বর গ্রামের আব্দুল বাকির মেয়ে স্বামী পরিত্যক্তা ২ সন্তানের জননী আমেনা বেগম (৩৫) গত ৯ এপ্রিল সন্ধ্যায় একই উপজেলার বারগাও আত্মীয়বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাকে গণধর্ষণ করে বারগাওয়ের একটি পুকুর পাড়ে ফেলে রাখে।
১০ এপ্রিল এলাকাবাসী তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে ১১ এপ্রিল তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষিতার শারীরিক অবস্থা ভালো নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে ২ সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত বারগাও গ্রামের নুরুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম মিন্টু, একই গ্রামের উজির আলীর পুত্র নিজাম উদ্দিন বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ বলেন, ২ সন্তানের জননীকে গণধর্ষণের খবর পেয়ে পুলিশ ওই ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর আগে অপহরণের পর ওই নারীর পিতা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি আরও বলেন, এই ঘটনার পর নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, তার চিকিৎসা চলছে।
Comments