অস্ট্রেলিয়ায় নাইটক্লাবে চলন্ত গাড়ি থেকে গুলি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি নাইটক্লাবের বাইরে গুলির ঘটনায় একজন নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও তিন জন নিরাপত্তাকর্মী ও একজন সাধারণ মানুষ আহত হয়েছেন যাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ছবিঃ রয়টার্স

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি নাইটক্লাবের বাইরে গুলির ঘটনায় একজন নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও তিন জন নিরাপত্তাকর্মী ও একজন সাধারণ মানুষ আহত হয়েছেন যাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রোববার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে মেলবোর্নের দক্ষিণপূর্বে অবস্থিত নাইটক্লাবের বাইরে এ ঘটনা ঘটে। হামলাকারী চলন্ত গাড়ি থেকে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তবে এই হামলাকে সন্ত্রাসসংশ্লিষ্ট কিনা তা নিশ্চিত করে জানায়নি পুলিশ।

জনসমাগম হয় এমন জায়গায় গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনা এর আগেও  ঘটেছিল অস্ট্রেলিয়ায়। ১৯৯৬ সালে তাসমানিয়া দ্বীপের পোর্ট আর্থারে এরকম একটি ঘটনায় দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৩৫ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর পরই অস্ট্রেলিয়ায় সাধারণ মানুষের কাছে আগ্নেয়াত্র বিক্রির আইন কঠোর করা হয়েছিল।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পুলিশ বলেছে, নাইটক্লাবের বাইরের লোকজনকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালানো হয়েছিল বলে তারা ধারণা করছেন। এই ঘটনায় খুব বাজেভাবে জখম হয়েছেন বেশ কয়েকজন।

তবে এই ঘটনায় সন্দেহভাজন কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now