নতুন বছরে নির্বাচিত বৈশাখী নাটক
নববর্ষ উপলক্ষে আজ (১৪ এপ্রিল) বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বিশেষ নাটক। নির্বাচিত কয়েকটি টেলিভিশন নাটকের খবর তুলে ধরা হলো।
বাংলাভিশনে আজ রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘অপ্রত্যাশিত ভালোবাসা’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো, মেহজাবিন প্রমুখ।
জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মেঘ জমেছে মনে’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, ইরফান সাজ্জাদ, সম্পা নিজাম প্রমুখ। নাটকটি রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে।
হৃদি হকের রচনা ও পরিচালনায় রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার করা হবে নাটক ‘বৈশাখী মাইম ট্রুপ’। নাটকটিতে অভিনয় করেছেন লিটু আনাম, আশনা হাবীব ভাবনা প্রমুখ।
আনন জামানের রচনা ও রাখাল সবুজের পরিচালনা রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘আব্বাস মিয়া ও সাদা পরীর গল্প’। নাটকটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মীম মানতাসা, মাসুম আজিজ প্রমুখ।
এটিএন বাংলায় রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘এই বৈশাখে’। নাটকটি রচনা করেছেন সৈয়দ ইকবাল, পরিচালনা করেছেন- নাজমুল রনী। নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব ও মম।
Comments