নুসরাত হত্যা: নূরুদ্দিন, শামীমের ‘স্বীকারোক্তি’
ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দিয়ে হত্যা মামলার প্রধান সন্দেহভাজন নূরুদ্দিন এবং শাহাদত হোসেন শামীম আজ (১৪ এপ্রিল) ফেনীর আদালতে তাদের অংশের ‘স্বীকারোক্তি’ দিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একজন পরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম বলেন, নূরুদ্দিন এবং শামীম আজ বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ জাকির হোসেনর কাছে তাদের ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দেন।
মামলার তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে তিনি অস্বীকার করেন।
শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় জীবনের সঙ্গে লড়াই করে পেরে উঠেনি নুসরাত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১০ এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে, গত ৬ এপ্রিল পরীক্ষার অল্পসময় আগে মিথ্যা বলে নুসরাতকে মাদরাসার ছাদে নিয়ে গিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয় বলে ভুক্তভোগীর বরাত দিয়ে তার ভাই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন।
উল্লেখ্য, মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে নুসরাতের আনীত যৌনহয়রানির মামলা তুলে না নেওয়ায় তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
Comments