থানায় নুসরাতের ভিডিও: সোনাগাজীর সেই ওসির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইমস ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন।
সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। ছবি সৌজন্য: প্রথম আলো

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইমস ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। 

যৌন নিপীড়কদের আগুনে নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ‘স্টেটমেন্টের’ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এ মামলা করা হয়।

আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণ অনুসারে, যৌন হয়রানির অভিযোগে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলার পরে গত ২৭ মার্চ নুসরাতকে থানায় ডাকেন তৎকালীন ওসি মোয়াজ্জেম। থানায় জিজ্ঞাসাবাদের সময় যৌন হয়রানির ঘটনা নিয়ে নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করেন ও ঘটনাটি ভিডিও করেন। ওসি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন।

এর আগে নুসরাতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গত ১০ এপ্রিল ওসি মোয়াজ্জেমকে প্রত্যাহার করে নেয়া হয়। নুসরাতের পরিবারের অভিযোগ, ওসি মোয়াজ্জেমের কাছ থেকে তারা যথাযথ সহায়তা পাননি।

প্রসঙ্গত, অধ্যক্ষের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় ৬ এপ্রিল মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বোরকা পরিহিত দুর্বৃত্তরা।

নুসরাত ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

3h ago