বেসরকারি হাসপাতালের সেবামূল্য নির্ধারণ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সেবামূল্য তালিকা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোগীরা যেন প্রতারিত না হন তার জন্য এই ব্যবস্থা নিচ্ছে সরকার।
তিনি বলেছেন, বেসরকারি হাসপাতালে সেবামূল্য নির্ধারণ নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। সেবামূল্য নির্ধারণ প্রক্রিয়া কিছুটা জটিল। এটা হলে মানুষ প্রতারিত হবে না।
সোমবার সচিবালয়ে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা জানান।
তিনি বলেন, এটা আমরা সরকারি হাসপাতালগুলোতে নির্ধারণ করে দিয়েছি। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা তাদের পক্ষ থেকে একটি তালিকা দিতে বলেছি। সেবার মান অনুযায়ী গ্রেডিং করে আমরা এ তালিকা তৈরি করব।
এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, এই প্রক্রিয়া অনেক জটিল। এটা নির্ধারণ করা বেশ কঠিন। আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে সেবামূল্য নির্ধারণের পথ খুঁজে বের করব।
সেবা সপ্তাহের উদ্দেশ্যের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সারাদেশে সরকারি ও বেসরকারি খাতে সেবার মান বৃদ্ধির জন্য আমরা ১৬ থেকে ২০ এপ্রিল এই সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও মানুষ যাতে স্বাস্থ্য সচেতন হোন সে লক্ষ্যেও কাজ করা হবে এ সপ্তাহে।
Comments