প্যারিসের নটরডেম গির্জায় আগুন, পুনর্নির্মাণের ঘোষণা দিলেন মাখোঁ

Notre Dame Cathedral
১৫ এপ্রিল ২০১৯, প্যারিসের বিখ্যাত নটরডেম গির্জায় আগুন। ছবি: রয়টার্স

ফ্রান্সের প্যারিসে অবস্থিত ক্যাথলিক খ্রিস্টানদের অন্যতম প্রসিদ্ধ তীর্থভূমি নটরডেম গির্জায় আগুন লেগেছে। বাংলাদেশ সময় গতকাল (১৫ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার পর প্রায় আট ঘণ্টা পুড়তে দেখা যায় ভবনটিকে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, অষ্টম শতকের তৈরি এই গির্জার ভারি পাথরের অবকাঠামো ভয়াবহ আগুন থেকে রক্ষা পেলেও এর অনেক মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে গির্জাটি পুনর্নির্মাণের জন্যে তহবিল সংগ্রহের আবেদন করেছেন দেশটির রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁ।

তিনি মধ্যরাতে ঘটনাস্থলে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, “আরও ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।” সেসময় তিনি গির্জাটি পুনর্নির্মাণের জন্যে দেশ-বিদেশ থেকে তহবিল সংগ্রহ করার আবেদনও জানান।

মাখোঁ বলেন, “আমরা সবাই মিলে গির্জাটি আবার তৈরি করবো। এটি নিঃসন্দেহে ফ্রান্সের ইতিহাসের একটি অংশ।”

এদিকে, আট ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসায় গির্জাটির ভারি পাথরের অবকাঠামোটি রক্ষা পেয়েছে। দমকল বাহিনীর মুখপাত্র আজ ভোরে জানান, “আমরা এখন খুঁজে বের করছি গির্জার এদিক-সেদিক আগুন জ্বলছে কী না। এর আশে-পাশের এলাকাগুলো ঠাণ্ডা করার চেষ্টা করা হচ্ছে।”

প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত এই গির্জার মূল বেল টাওয়ার এবং বাইরের দেয়ালগুলো ভয়াবহ আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানায় দমকল বাহিনী।

বলা হয়, সন্ধ্যায় আগুন লাগার পর তা দ্রুত পুরো গির্জাটিকে গ্রাস করে। কীভাবে গির্জাটিতে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিসের পুলিশ বিভাগ।

Comments

The Daily Star  | English

Afghanistan earthquake kills 622 with more than 1,500 injured

In Kabul, the capital, health authorities said rescuers were racing to reach remote hamlets dotting an area with a long history of earthquakes and floods.

6h ago