বিস্ফোরক দিয়ে গুড়িয়ে দেওয়া হবে বিজিএমইএ ভবন

রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে নির্মিত বিজিএমইএ ভবন ভাঙতে বিস্ফোরক ব্যবহার করা হবে। এই কাজে চীনা প্রকৌশলীদের সহায়তা নেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
হাতিরঝিলে বিজিএমইএ ভবন। স্টার ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে নির্মিত বিজিএমইএ ভবন ভাঙতে বিস্ফোরক ব্যবহার করা হবে। এই কাজে চীনা প্রকৌশলীদের সহায়তা নেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউকের প্রকল্প পরিচালক এএসএম রায়হানুল ফেরদৌস বলেছেন, “ভবনটি ইতিমধ্যে কিছু চীনা বিশেষজ্ঞ দেখে গেছেন। তাদের সহায়তায় আমরা শিগগিরই নিয়ন্ত্রিত পদ্ধতিতে (কন্ট্রোলড ডেমোলিশন) ভবনটি ভেঙে ফেলব।”

কনট্রোলড ডেমোলিশন পদ্ধতিতে বিস্ফোরক ব্যবহার করে বহুতল স্থাপনা ভেঙে ফেলা হয়।

এই কর্মকর্তা আরও জানান, আদালতের আদেশ অনুযায়ী এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে রাজউক। বিদ্যুৎ, পানি ও গ্যাসের মতো ইউটিলিটি সেবা বন্ধ করা হচ্ছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সকল ভাড়াটিয়াকে ভবনটি খালি করে দিতে বলা হয়েছে।

এর আগে রাজধানীতে র‍্যাংগস ভবন ভাঙতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেরকম দুর্ঘটনা এড়াতেই এবার বিস্ফোরক ব্যবহার করতে চাইছে রাজউক।

ফেরদৌস বলেন, ভবনটি থেকে মালামাল সরিয়ে নিতে লিফট ব্যবহার করার প্রয়োজন পড়ছে। এ কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এছাড়া অন্যান্য যেসব কাজ চলছে তা ভবন ভাঙারই অংশ।

রাজউকের পরিচালক (প্রশাসন) ওলিউর রহমান বলেছে, বিকেল ৫টার পর ভবনটির মূল দরজা আমরা সিল করে দেব।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

11m ago