নাফ নদী থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বাহিনী

টেকনাফের নাফ নদী থেকে একটি ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। আজ মঙ্গলবার সকাল ৬টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী তাদের নিয়ে যায়।
naf river BGB check post
নাফ নদীর তীরে চেকপোস্টে বিজিবির সদস্যরা। স্টার ফাইল ছবি

টেকনাফের নাফ নদী থেকে একটি ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। আজ মঙ্গলবার সকাল ৬টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী তাদের নিয়ে যায়।

এই জেলেরা হলেন- টেকনাফের শাহপরীরদ্বীপ বাজার পাড়ার বাসিন্দা আজিম উল্লাহ (মাঝি), মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান।

স্থানীয়রা বলেন, আজ মঙ্গলবার সকালে ট্রলারে করে চার মাঝিমাল্লা নাফ নদীতে মাছ শিকারে যান। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে বিজিপির একটি দল স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ধরে নিয়ে যায়।

ট্রলারের মালিক আমান উল্লাহ বলেন, বিষয়টি বিজিবির কাছে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, কয়েকদিন ধরে জেলেদের জালে ইলিশ মাছ ধরা পড়ছিল তাই ভোরে আমার চাচাতো ভাই আজিম উল্লাহ মাঝি অন্যদের নিয়ে নাফ নদীতে যায়। সকালে জানতে পারি তাদেরকে ধরে নিয়ে গেছে বিজিপি। সকাল ৭টার দিকে মিয়ানমার থেকে ফোনে ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দেওয়ার বিনিময়ে তিন লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। জেলেদের মারধর করে তা মুঠোফোনে তাকে শুনানো হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল আলম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এব্যাপারে টেকনাফ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

টেকনাফে বিজিবির ব্যাটালিয়ন-২ এর পরিচালক ফয়সাল হাসান খান বলেন, বিষয়টি আমরা জেনেছি। বিজিপির সাথে যোগাযোগ করা হচ্ছে। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

6h ago