প্যারোলের বিষয়ে খালেদা জিয়া কোনো সিদ্ধান্ত দেননি: ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে গত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমি পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রী প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে গত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমি পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রী প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।”

তিনি বলেন, “গত কয়েকদিন ধরে এ বিষয়টা নিয়ে পত্রিকায় আলোচনা হচ্ছে। আজকে একটি ইংরেজি পত্রিকা প্যারোলের দিন, তারিখ দিয়ে ছেপেছে। আমার সঙ্গে কথা বলেছে। আমি বলছি এটা বেজলেস (ভিত্তিহীন)।”

জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। এসময় তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

ফখরুল বলেন, সুপরিকল্পিতভাবে একটা শ্রেণি গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে, যারা শাসকগোষ্ঠীর ইচ্ছেমতো সমাজ নির্মাণে সহায়তা করছে। দেশে এমন একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে করে অনেক জনপ্রিয় লোক টকশোতে আসছেন না। সত্য কথাগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কারণ যারা গণমাধ্যমে কাজ করেন নির্বাচনের পর তাদের বেশ কয়েকজনের চাকরি চলে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, “সাংবাদিকদের একটি শ্রেণি ভালো আছে, তবে বেশিরভাগেরই চাকরি নেই।”

ডিইউজে সভাপতি আব্দুল কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক সভাপতি আব্দুস শহীদ ও আব্দুল হাই শিকদার প্রমুখ।

Comments

The Daily Star  | English

US must intervene to stop Gaza carnage

Says ‘helpless’ UN chief as 16 more die in the Palestinian enclave

3h ago