শক্তিশালী ওয়্যারহেড সমৃদ্ধ নতুন অস্ত্রের পরীক্ষা উ. কোরিয়ার
উত্তর কোরিয়া শক্তিশালী ওয়্যারহেড সমৃদ্ধ নতুন একটি কৌশলগত যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের এ পরীক্ষার সার্বিক বিষয় দেশটির নেতা কিম জং উন তদারকি করেন।
ওয়াশিংটনের সাথে পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনা স্থবির হয়ে পড়ার পর এই প্রথমবারের মতো তারা এ ধরনের অস্ত্রের পরীক্ষা চালালো।
আজ (১৮ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
কিম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত সম্মেলন কোনো ধরনের চুক্তি ছাড়াই ভেঙ্গে যাওয়ার কয়েক সপ্তাহ পর এ পরীক্ষা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
স্যাটেলাইট থেকে প্রাপ্ত বিভিন্ন ছবিতে উত্তর কোরিয়ার একটি পরমাণু পরীক্ষা কেন্দ্রে কর্মতৎপরতার ইঙ্গিত পাওয়ার পর এ পরীক্ষা চালানো হলো।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, বুধবারের পরীক্ষা ছিলো ‘বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিভিন্ন ধরণের গোলা নিক্ষেপ পরিচালনা করা।’
বার্তা সংস্থাটি আরও জানায়, কিম এ পরীক্ষা কাজ তদারকি করেন।
প্রতিবেদনে বলা হয়, কিম এটিকে পিপলস আর্মির যুদ্ধ ক্ষমতার একটি তাৎপর্যপূর্ণ উন্নতি হিসেবে অভিহিত করেছেন। তবে প্রতিবেদনটিতে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
Comments